ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় এনএসআইয়ের ভুয়া কর্মকর্তা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
কুমিল্লায় এনএসআইয়ের ভুয়া কর্মকর্তা আটক

কুমিল্লা: এক ভুয়া এনএসআই কর্মকর্তাকে আটক করেছে কুমিল্লা এনএসআই (জাতীয় নিরাপত্তা সংস্থা)। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর রাণীর বাজার এলাকা হতে কুমিল্লা এনএসআইয়ের যুগ্ম পরিচালক জি এম আলীম উদ্দিনের নেতৃত্বে তাকে আটক করা হয়।

তার প্রকৃত নাম জনি চক্রবর্তী। বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলায়।
তিনি বেশ কিছুদিন যাবত কম্পিউটারের মাধ্যমে মাহমুদুল হাসান নামে  এনএসআই কর্মকর্তার ভুয়া পরিচয়পত্র তৈরি করে প্রতারণা করে আসছিলেন।
কুমিল্লা এনএসআইয়ের যুগ্ম পরিচালক জি এম আলীম উদ্দিন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মাহমুদুল হাসান নামে এনএসআই কর্মকর্তার ভুয়া পরিচয়পত্র তৈরি করে কুমিল্লার বিভিন্ন জায়গায় প্রতারণা করে আসছিলেন জনি চক্রবর্তী। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।