বরিশাল: বরিশাল নদী বন্দরে নোঙর করা বিলাসবহুল এমভি সুরভী-৯ লঞ্চে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ মানিক মোল্লা নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক মানিক মোল্লা বরিশাল সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ড পলাশপুর দলিল উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার মৃত রশিদ মোল্লার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশের এএসআই ফারুক বলেন, টিমের প্রধান ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে সুরভী-৯ লঞ্চের তৃতীয় তলার উত্তর পাশে ৩৫৬ নম্বর কেবিনে অভিযান চালিয়ে তাকে আটক করি। এ সময়ে তার জিম্মায় থাকা দুই কেজি গাঁজা জব্দ করা হয়।
এ ঘটনায় মামলা দায়ের করে কোতোয়ালি মডেল থানায় তাকে সোপর্দ করা হয়েছে। এছাড়া মানিক মোল্লার বিরুদ্ধে বিভিন্ন থানায় আরও পাঁচটি মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে বলেও জানান এএসআই ফারুক।
বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
এমএস/এমআরএ