ঢাকা: রাজধানীর মিরপুরে মাটিকাটা সড়কে প্রাইভেটকারের ধাক্কায় আদমজী ক্যান্টমেন্ট স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় চালক শাহিনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে গোপন তথ্যের ভিত্তিতে উত্তরা এলাকা থেকে তাকে আটক করা হয়।
ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আমানুল্লাহ জানান, উত্তরা এলাকা থেকে প্রাইভেটকার চালক শাহিনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতেই গাড়িটি জব্দ করা হয়েছিল। থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে, মামলা সম্পন্ন হলে তাকে গ্রেফতার দেখানো হবে।
বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে মাটিকাটা সড়কে একটি প্রাইভেটকারের ধাক্কায় দশম শ্রেণির শিক্ষার্থী শান্ত হাসান (১৪) ঘটনাস্থলেই মারা যায়।
একটি সাদা রঙের প্রাইভেটকার দুর্ঘটনায় ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় শান্ত হাসান নামে ওই শিক্ষার্থী প্রাইভেটকারের সামনে দাঁড়িয়ে গাড়িটি থামানোর চেষ্টা করে। এক পর্যায়ে প্রাইভেটকারটি তাকে চাপা দেয়। এ ঘটনার জেরে নিহত শিক্ষার্থীর সহপাঠীরা প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে ইসিবি চত্বর অবরোধ করে রাখে।
বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
পিএম/এমজেএফ