ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

পদ্মায় ট্রলার ডুবি: প্রয়াত ২ শিক্ষকের স্মরণসভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
পদ্মায় ট্রলার ডুবি: প্রয়াত ২ শিক্ষকের স্মরণসভা ফরিদপুর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত স্মরণসভা

ফরিদপুর: ফরিদপুরে পদ্মায় ট্রলার ডুবিতে প্রয়াত সে দুই শিক্ষক আজমল হোসেন ও আলমগীর হোসেনের স্মরণসভার আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১ টায় ফরিদপুর উচ্চ বিদ্যালয়ে এ স্মরণসভার আয়োজন করা হয়।

সাধারণ শিক্ষার্থীদের নিয়ে এ স্মরণসভার আয়োজন করে প্রগতিশীল ও ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা ছাত্র ইউনিয়নের কোষাধ্যক্ষ শুভ দাস গুপ্ত। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা শোকার্ত এ স্মরণসভায় বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, ফরিদপুর শহর থেকে গত বুধবার (২৫ আগস্ট) বিকেল ৩ টায় ট্রলার ভাড়া করে পদ্মায় ভ্রমণে যান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৪ জন শিক্ষক। ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে তীব্র স্রোতের মুখে ৩ নম্বর পন্টুনের সঙ্গে সংঘর্ষে শিক্ষকদের বহন করা ট্রলারটি ডুবে যায়। এ সময় ১২ জন শিক্ষক সাঁতরে পাড়ে উঠতে পারলেও আজমল ও আলমগীর নামের দুই শিক্ষক নিখোঁজ হন। নিখোঁজের ৮ দিন পর শিক্ষক আজমলের মরদেহের সন্ধান পাওয়া গেলেও শিক্ষক আলমগীরের মরদেহের সন্ধান এখনও মেলেনি।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।