ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

হাতিয়ায় ইলিশের দাম আকাশ ছোঁয়া

সোলায়মান হাজারী ডালিম, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
হাতিয়ায় ইলিশের দাম আকাশ ছোঁয়া

হাতিয়া (নোয়াখালী): নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া। ইলিশের জন্য এ দ্বীপের বেশ খ্যাতি আছে।

এখানকার ইলিশও নাকি খেতে অনন্য। কিন্তু বর্তমানে এ দ্বীপে ইলিশের দাম বেশ চড়া।

শুক্রবার (১০সেপ্টেম্বর) সকালে উপজেলার উছখালী বাজার ঘুরে দেখা যায় বড় আকারের (১কেজি) ইলিশ প্রতি কেজি ১১০০ টাকা, মাঝারি আকার (৭০০-৮০০ গ্রাম) প্রতি কেজি ৭০০ টাকা এবং ছোট ইলিশ ৪৫০ থেকে ৫০০ টাকা দামে বিক্রি হচ্ছে।

তবে চিংড়ি, কোরাল ও সামুদ্রিক পোয়াসহ অন্য মাছগুলো এখানে অনেকটা সস্তাতেই বিক্রি হচ্ছে। ছোট চিংড়ি প্রতি কেজি বিক্রি হচ্ছে ২০০ টাকা, কোরাল ৪৫০ এবং পোয়া ১০০ টাকা।

ইলিশের দামের ব্যাপারে জানতে চাইলে জাকির হোসেন নামে এক মাছ বিক্রেতা জানান, চলতি মৌসুমে জেলেরা ইলিশ কাঙ্খিত পরিমাণে পাচ্ছেন না, সে কারণে দাম একটু চড়া।

তিনি জানান, হাতিয়ার জেলেরা বুড়িরদোনা ঘাট, কাজির বাজার, সুইজের বাজার, রহমত বাজার, আছকা বাজার, সোনাদিয়া চরচেঙ্গা, লম্বরিয়া, তমরুদ্দি বাজার, জাহাজমারা কাটাখালি, বাংলা বাজার ও নিঝুমদ্বীপের নামার বাজারের ঘাট থেকে ট্রলার নিয়ে ইলিশ মাছ শিকারের জন্য যায়।

উপজেলা মৎস্য কর্মকর্তা অনিল চন্দ্র দাস জানান, আগস্ট মাসে জেলেরা বেশ ভালো ইলিশ পেয়েছেন। এখন কিছুটা কমলেও পরে আবার তা বাড়বে।
 
তিনি আরও জানান, বর্তমানে বৈরী আবহাওয়ার কারণে নদীতে  মাছ কম ধরা পড়তে পারে। তবে আবহাওয়া ভালো হলে পুরোদমে মাছ পাওয়া যাবে। এখন নদীর তলদেশে প্রচুর মাছ আছে।

হাতিয়ার উছখালী বাজারের মাছ বিক্রেতা কবির আহম্মদ জানান, সাগর এখন কিছুটা উত্তাল সে কারণে সব জেলে মাছ ধরতে যায়নি। অনেকেই ঘাটে অপেক্ষা করছেন সাগরের উত্তাল কমার জন্য। জেলেরা সাগরে গেলে মাছের সরবরাহ বাড়ার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
এসএইচডি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।