মহামারি করোনার কারণে দীর্ঘ দেড় বছর পর সশরীরে শিক্ষার্থীরা স্কুলে যেতে পারবে ১২ সেপ্টেম্বর থেকে। সারাদেশে খোলা হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠিান।
শুক্রবার বেলা ১১টায় রাজধানীর মহাখালীর তিতুমীর সরকারি কলেজে বিডিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
স্কুল খোলার পর আমেরিকায় করোনা সংক্রমণ বেড়েছে, আমাদের এখানেও সংক্রমণ বাড়লে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমেরিকা আর আমাদের দেশ এক নয়। করোনা সংক্রমণ হলে অবশ্যই শিক্ষা মন্ত্রণালয় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করবে। আমরাও সেই ধরনের পরামর্শ দেব।
তিনি বলেন, এখনও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে ১৮ বছরের কম বয়সীদের টিকা দেওয়ার বিষয়ে অনুমতি আসেনি। ডব্লিউএইচও অনুমতি দিলে শিশুদের টিকার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
শিশুদের করোনা আক্রান্তের হার এমনিতেও কম বলে জানান স্বাস্থ্য মন্ত্রী।
বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
এসআইএস