ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ছাত্রলীগ নেতার মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
ছাত্রলীগ নেতার মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

লক্ষ্মীপুর: কমলনগরে এমরান হোসেন মঞ্জু নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার পাটারিরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


তিনি ওই এলাকার আব্দুল মতলবের ছেলে এবং পাটারিরহাট ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি। ইউনিয়ন ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় দীর্ঘদিন পলাতক ছিলেন। এছাড়াও তিনি গরু চুরি, মেঘনা নদীতে ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত ছিলেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছেন।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ২২আগস্ট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাটারিরহাট ইউনিয়ন ছাত্রলীগ নেতা-কর্মীদের ওপর এমরান হোসেন মঞ্জুর লোকজন হামলা করে। ওই ঘটনায় পরের দিন ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রাকিব হোসেন লোটাস বাদি হয়ে কমলনগর থানায় একটি মামলা করেন। ওই মামলায় দীর্ঘদিন পলাতক ছিলেন মঞ্জু।
রাকিব হোসেন লোটাস জানান, যুবলীগ নেতা মঞ্জু নিজের আধিপত্য রক্ষায় জামাত-বিএনপিসহ বিভিন্ন দলের লোকজন নিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছিলেন। তার সব অপকর্ম ছাত্রলীগ প্রতিহত করার চেষ্টা করে। এতে ক্ষিপ্ত হয়ে তিনি ছাত্রলীগ নেতা-কর্মীদের ওপর হামলা চালান। এ ঘটনায় আমাদের অনেক নেতাকর্মী আহত হন। মঞ্জুসহ তার পরিবারের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে একাধিক মামলাও রয়েছে। যুবলীগ নেতা হওয়ায় এ পর্যন্ত তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায়নি।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন জানান, ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর হামলার মামলায় মঞ্জু দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদে পাটারিরহাট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অন্য কোনো অভিযোগ আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।