ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

‘আফগানরা বাংলাদেশিদের পছন্দ করে’

তৌহিদুর রহমান, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
‘আফগানরা বাংলাদেশিদের পছন্দ করে’

ঢাকা: আফগানিস্তানের মানুষ বাংলাদেশিদের পছন্দ করে বলে জানিয়েছেন আফগান ওয়্যারলেসে কর্মরত প্রকৌশলী রাজিব বিন ইসলাম।  

বাংলানিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

রাজিব জানান, সেখানে বাংলাদেশিদের ব্যবসা-বাণিজ্যের অনেক সুযোগ রয়েছে। বাংলাদেশি কোম্পানি ও উদ্যোক্তরা এই সুযোগ নিতে পারে। উভয় দেশের জন্যই তা ভালো হবে।

তালেবানরা আফগানিস্তানের দখল নেওয়ার পর সেখান থেকে দেশে ফিরেছেন ছয় প্রকৌশলী। তারা আফগানিস্তানের মোবাইল অপারেটর আফগান ওয়্যারলেসে চাকরি করেন। তাদেরই একজন রাজিব বিন ইসলাম।  

বাংলানিউজের সঙ্গে আলাপকালে তিনি আফগানিস্তানে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন।

আফগানিস্তানে বাংলাদেশিদের জন্য কোনো বিনিয়োগ ও ব্যবসা বাণিজ্যের সুযোগ রয়েছে কি-না জানতে চাইলে রাজিব বিন ইসলাম বলেন, সেই সুযোগ অনেক আছে। সেখানে তেমন কোনো শিল্প কারখানা নেই। বাংলাদেশিরা সেখানে বিনিয়োগের সুযোগ নিতে পারে। দেশটিতে নতুন সরকার এসেছে। এখন সেখানে ব্যবসার সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা অনেক। এছাড়া আফগানরা বাংলাদেশিদের পছন্দ করে। আফগানিস্তানের যেখানেই গিয়েছি, বাংলাদেশি পরিচয় পাওয়ার পর  আতিথেয়তা পেয়েছি।

রাজিব জানান, তিনি ২০০৭ সাল থেকে আফগানিস্তানে বাস করছেন। দুই-তিন মাস পর পর দেশে ফিরতেন। কয়েক সপ্তাহ পর আবারও আফগানিস্তানে যেতেন।

এ মুহূর্তে আফগানিস্তান থেকে দেশে ফেরার বিষয়ে রাজিব বিন ইসলাম বলেন, সেখানে একটি নতুন সরকার ক্ষমতায় এসেছে। বিভিন্ন দেশের স্বীকৃতির বিষয় আছে। একটি অস্থিতিশীলতাও সেখানে তৈরি হয়েছে। যেহেতু সরকার পরিবর্তন হচ্ছিল, সে কারণে ভবিষ্যতে কী হবে, সেটা বোঝার জন্য একটু সময় প্রয়োজন। আর সে কারণেই আমরা আফগানিস্তান ত্যাগ করি।

দেশে ফিরতে বাংলাদেশ সরকার কোনো ধরনের সহায়তা করেছে কি না জানতে চাইলে তিনি বলেন, আমরা সাতজন প্রকৌশলী আফগানিস্তান থেকে প্রথমে দোহা, তারপর দুবাই হয়ে দেশে ফিরি। বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় ও উজবেকিস্তানের বাংলাদেশ দূতাবাসের বিশেষ সহায়তা পেয়েছি। আমরা সরকারের প্রতি বিশেষ কৃতজ্ঞ।

আফগানিস্তানে ফিরে যাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, আমরা বাংলাদেশে থাকলেও আফগান ওয়্যারলেসের জন্য অনলাইনে কাজ করছি। আমাদের কিন্তু চাকরি রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই আমরা আফগানিস্তানে ফিরতে পারি।  

উল্লেখ্য, রাজিব বিন ইসলামসহ ৬ প্রকৌশলী গত ৩১ আগস্ট আফগানিস্তান থেকে ঢাকায় ফেরেন।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
টিআর/এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।