ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় ৩ মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
কুমিল্লায় ৩ মাদক ব্যবসায়ী আটক

কুমিল্লা: কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় পৃথক অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১) এর সিপিসি-২ সদস্যরা। এসময় তাদের থেকে ১ হাজার ৬৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশ্রাফপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ী হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর গ্রামের উড়িয়াইন গ্রামের মোঃ মাইনুল হোসেনের ছেলে আক্তার হোসেন (৫০)।

এদিকে র‌্যাব-১১, সিপিসি-২ এর পৃথক একটি আভিযানিক দল ওই রাতেই সদর দক্ষিণ উপজেলার কনেশতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটক মাদক ব্যবসায়ীরা হলেন, কুমিল্লার সদর দক্ষিণ থানার কনেশতলা গ্রামের হাজী আব্দুল ওহাবের ছেলে মো. কামাল হোসেন (২৮) ও একই থানার শ্রীপুর গ্রামের আব্দুর রশিদ এর ছেলে মো. শাখাওয়াত হোসেন (২৪)।

র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া এ ঘটনায় কুমিল্লার সদর দক্ষিণ মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তারা।

বাংলাদেশ সময়: ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।