ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

গফরগাঁওয়ে সাপের ছোবলে শিক্ষার্থীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
গফরগাঁওয়ে সাপের ছোবলে শিক্ষার্থীর মৃত্যু ছবি: সংগৃহীত

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়নের টানপাড়ায় সাপের ছোবলে আরাফাত (১০) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন মশাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তফা কামাল মনি।

আরাফাত ওই গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। সে স্থানীয় শিলাবাজার হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থী।  

ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মনি জানান, বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাতে ঘরের ভেতর টেবিলে বসে পড়ালেখা করার সময় একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। এ সময় তার চিৎকারে পরিবারের সদস্যরা এসে তাকে উদ্ধার করে প্রথমে ওঝার কাছে ও পরে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে সাপের ছোবলে আহতদের চিকিৎসা না থাকায় কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে যেতে বলেন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।