ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

সন্ত্রাসবাদ মোকাবিলায় ঢাকা-লন্ডন একযোগে কাজ করবে 

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
সন্ত্রাসবাদ মোকাবিলায় ঢাকা-লন্ডন একযোগে কাজ করবে 

ঢাকা: সন্ত্রাসবাদ মোকাবিলায় একযোগে কাজ করবে ঢাকা-লন্ডন। একইসঙ্গে উভয় পক্ষ মানবাধিকার সুরক্ষা, বিমান, সমুদ্র ও সাইবার নিরাপত্তায় সহযোগিতা করবে।

ঢাকা-লন্ডনের মধ্যে চতুর্থ কৌশলগত সংলাপে এসব আলোচনা হয়েছে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

যুক্তরাজ্যে অনুষ্ঠিত ঢাকা-লন্ডনের মধ্যে চতুর্থ কৌশলগত সংলাপে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। আর যুক্তরাজ্যের পক্ষে নেতৃত্ব দেন যুক্তরাজ্য পররাষ্ট্র দপ্তরের স্থায়ী আন্ডার সেক্রেটারি স্যার ফিলিপ বার্টন।

সংলাপে ব্রেক্সিট পরবর্তী অংশীদারিত্ব, কোভিড মহামারি মোকাবিলা, রোহিঙ্গা সংকট, বাণিজ্য বৃদ্ধি, আফগানিস্তান ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।

উভয় পক্ষই দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উদযাপনে একমত হয়েছে। সংলাপে যুক্তরাজ্যে বাংলাদেশি প্রবাসীদের বহুমুখী অবদানের প্রশংসা করা হয়। সাত দশক ধরে সহযোগিতা কার্যক্রমের জন্য ব্রিটিশ কাউন্সিলের প্রশংসা করে বাংলাদেশ। উভয় পক্ষই জাতিসংঘ ও কমনওয়েলথ আসন্ন বৈঠকের নানা ইস্যু নিয়ে আলোচনা করেছে।

সংলাপে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম ও বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসনও উপস্থিত ছিলেন।

ঢাকা-লন্ডনের মধ্যে প্রথম কৌশলগত সংলাপ অনুষ্ঠিত হয়েছিল ২০১৭ সালে বাংলাদেশে। দ্বিতীয় দফায় সংলাপ হয়েছিল ২০১৮ সালে লন্ডনে। আর তৃতীয় দফায় সংলাপ হয় ২০১৯ সালের ২৪ এপ্রিল ঢাকায়। এবার লন্ডনে চতুর্থ সংলাপ অনুষ্ঠিত হলো।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।