ঢাকা: রাজধানীর মিরপুরের মাটিকাটা সড়কে প্রাইভেটকারের ধাক্কায় আদমজী ক্যান্টমেন্ট স্কুলের এক শিক্ষার্থী নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নিহত শিক্ষার্থী শান্ত হাসানের (১৪) বাবা মোস্তফা কামাল বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলাটি দায়ের করেন।
ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান হক জানান, মাটিকাটা সড়কে প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলেই আদমজী ক্যান্টনমেন্ট স্কুলের দশম শ্রেণির ছাত্র শান্ত নিহতের ঘটনায় তার বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে আটক প্রাইভেটকার চালক শাহিনকে গ্রেফতার দেখানো হয়েছে। প্রাইভেটকার চালক ছাড়াও মামলায় অজ্ঞাতনামা আরেক জনকে আসামি করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে মিরপুরের মাটিকাটা সড়কে একটি প্রাইভেটকার চাপায় ঘটনাস্থলেই মারা যান শান্ত।
জানা যায়, একটি সাদা রঙের প্রাইভেটকার এক্সিডেন্ট করে পালিয়ে যাওয়ার সময়, শান্ত ওই প্রাইভেটকারের সামনে দাঁড়িয়ে গাড়িটি থামানোর চেষ্টা করে। একপর্যায়ে ওই প্রাইভেটকারটি তাকে চাপা দেয়। গুরুতর জখম হওয়া শান্তকে উদ্ধার করে সিএমএইচ হাসপতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন।
রাতে ঘাতক প্রাইভেটকারটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে যান। পরে শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে গোপন তথ্যের ভিত্তিতে উত্তরা থেকে প্রাইভেটকার চালক শাহিনকে আটক করা হয়।
বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
পিএম/কেএআর