কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ওয়াসিম (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তেলিচাড়া-পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের বজলুরের বৈদ্যুতিক তারে লিকেজ থেকে ঘর বিদ্যুতায়িত হয়। কিন্তু বিষয়টি বাড়ির কেউ টের পায়নি। দুপুরে ঘরের মধ্যে ওয়াসিম বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের প্রতিবেশী জুনায়েদ হাসান বাপ্পী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
এসআরএস