ঢাকা: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) পক্ষ থেকে ‘শিক্ষার জন্য সুস্থ পরিবেশ’ নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) ঢাকা উত্তর সিটির সব শিক্ষা প্রতিষ্ঠানে তিন দিনব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।
মেয়র বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার আগেই ডিএনসিসি এলাকার প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিটি শ্রেণিকক্ষে ফগিং ও স্প্রে করা হবে। পাশপাশি খেলার মাঠ ও ছাদসহ প্রতিষ্ঠানগুলোর চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করাসহ টয়লেট কিংবা অন্য কোথাও পানি জমে থাকলে সেখানে লার্ভিসাইডিং করা হবে।
বিশেষ কার্যক্রমের আওতায় শুক্রবার মিরপুরের দারুস সালাম সরকারি মাধ্যমিক বিদ্যালয়সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও পরিষ্কার-পরিচ্ছন্নতা পরিচালিত হয়েছে।
তিনি বলেন, সরকারি, বেসরকারি ও আধাসরকারি মিলিয়ে মোট ৪৪৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৮ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ৩ দিনব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুক্রবার শেষ হচ্ছে। তবে, গণটিকার আওতায় যেসব শিক্ষাপ্রতিষ্ঠান কোভিড-১৯ এর দ্বিতীয় ডোজ প্রদান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছে, সেগুলোতে শনিবার (১১ সেপ্টেম্বর) এ কার্যক্রম পরিচালিত হবে।
এ সময় সব শ্রেণিকক্ষেই যাতে শিক্ষার্থীরা মাস্ক পরে এবং সামাজিক দূরত্ব বজায় রাখে সে বিষয়েও খেয়াল রাখার জন্য সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানসহ শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
এসএইচএস/এমএমজেড