ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

ছেলের হাতে বাবা খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
ছেলের হাতে বাবা খুন

খাগড়াছড়ি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় কথা কাটাকাটির জের ধরে বাবা মিন্টু মিয়াকে (৫১) কুপিয়ে হত্যা করেছে ছেলে মো. জনি মিয়া (২২)। শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার জামতলী বাঙ্গালীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ছেলে জনি নেশাগ্রস্ত। এ নিয়ে পরিবারে প্রায় ঝগড়াঝাটি হত। বিকেলে নতুন করে কলহ দেখা দিলে কথা কাটাকাটির এক পর্যায়ে বাবা মিন্টুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় ছেলে জনি। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে পাঠায়।

দীঘিনালা থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ মিল্টন খন্দকার জানান, নিহতের ঘাড়ে ও বুকে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ঘাতক জনিকে আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
এডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।