ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

চিলমারীতে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
চিলমারীতে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু

কুড়িগ্রাম: কুড়িগ্রামের চিলমারী উপজেলায় বজ্রপাতে জাহাঙ্গীর আলম (৩০) ও সোনা মিয়া (২৫) নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে চিলমারী সদর ইউনিয়নের চর শাখাহাতি কড়াইবরিশাল এলাকায় এ ঘটনা ঘটে। হতাহতরা উপজেলার অষ্টমির চর ইউনিয়নের বাসিন্দা।

অষ্টমির চর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু তালেব ফকির বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, চর শাখাহাতি কড়াইবরিশাল এলাকায় স্থানীয় একটি ডোবায় পাটের আঁশ ছাড়ানোর কাজ করছিলেন শ্রমিকরা। বিকেলে কর্মরত থাকা অবস্থায় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে জাহাঙ্গীর আলম, সোনা মিয়া ও আব্দুস ছামাদ গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সোনা মিয়া ও জাহাঙ্গীর আলমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আব্দুস ছামাদকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
এফইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।