বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাটে বজ্রপাতে ছালাম শেখ (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আট্টাকী গ্রামে রফিক মেম্বারের বাড়ির পাশের ধান ক্ষেতে কাজ করার সময় এ ঘটনা ঘটে।
ফকিরহাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু বলেন, ধান ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই সালাম শেখ মারা যায়। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে নিজ বাড়ি সাতশৈয়া গ্রামে নিয়ে যায়। পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
আরএ