সুনামগঞ্জ: সরকার দেশের সব মানুষের সমান উন্নয়ন চায় জানিয়ে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রান্তিক মানুষের উন্নয়নে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের দিকে সরকারের নজর একটু বেশি।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুরে শান্তিগঞ্জ উপজেলার এফআইভিডিবির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে 'বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন' শীর্ষক প্রকল্পের আওতায় ১ শত ২৩ জন উপকারভোগীর মাঝে ২২ লাখ ১৪ হাজার টাকার অনুদান বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানটি করে সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর।
পরিকল্পনামন্ত্রী বলেন, নারীদের ঘরের বাহিরে নিয়ে আসতে হবে এবং তাদেরকে দক্ষ করে তুলতে হবে, কাজে লাগাতে হবে।
তিনি আরও বলেন, সরকার পিছিয়ে পড়া নারী ও নিম্ন আয়ের মানুষদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে। এখন নারীদের দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া তাদের উচ্চতর প্রশিক্ষণের জন্য বিটাকসহ বিভিন্ন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামানের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সুচিত্রা রায়।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, ভাইস চেয়ারম্যান নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন শরিফী, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘন্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
এনএইচআর