ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার চুয়ারিখোলা এলাকায় পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে আজমত আলী (৩৩) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নাগরী-কালীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত আজমত সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার পেস্তক এলাকার আক্কেল আলীর ছেলে। আহত মোটরসাইকেলচালক উজ্জ্বল (৩৪) উত্তরা আজমপুর মোল্লার টেক এলাকার লুৎফর রহমানের ছেলে।  

পুলিশ ও এলাকাবাসী জানায়, দুপুরে উত্তরা থেকে মোটরসাইকেলে করে নরসিংদীর রায়পুরা যাচ্ছিল আজমত ও উজ্জ্বল। পথে চুয়ারিখোলা এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় তারা। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আজমতকে মৃত ঘোষণা করেন। এছাড়া উজ্জ্বলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার্ড করা হয়েছে।  

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল সালাম জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ নিহতে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
আরএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।