ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গৌরীপুরের শালীহর বধ্যভূমির স্মৃতিসৌধের ফলক পরিবর্তন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
গৌরীপুরের শালীহর বধ্যভূমির স্মৃতিসৌধের ফলক পরিবর্তন

ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুরের শালীহর বধ্যভূমির স্মৃতিসৌধের ফলক পরিবর্তন করে শহীদদের নামের আগে লেখা মুক্তিযোদ্ধা বাদ দেওয়া হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের পর এ পরিবর্তন আনা হয়।

 

শুক্রবার (১০ সেপ্টেম্বর) ময়মনসিংহ গণপূর্ত ও গৃহায়ন কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান চুন্নু ভুল সংশোধন করে ফলক পরিবর্তনের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

এর আগে ১৯৭১ সালে ২১ আগস্ট শালীহর গ্রামে পাক হানাদারবাহিনীর গণহত্যায় শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধের ফলকে গণহত্যায় শহীদদের নাম মুক্তিযোদ্ধা হিসেবে লেখা হয়। গত ২১ আগস্ট শালীহর গণহত্যা দিবসে ফলকটি স্থানীয় মুক্তিযোদ্ধাদের নজরে এলে তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে দ্রুত ভুল সংশোধন করে ফলক পরিবর্তনের দাবি জানান।

জানা গেছে, ১৯৭১ সালের ২১ আগস্ট শালীহর গ্রামে পাকবাহিনীর গণহত্যায় নবর আলী, মোহিনী মোহন কর, জ্ঞানেন্দ্র মোহন কর, যোগেশ চন্দ্র বিশ্বাস, কিরদা সুন্দরী, শচীন্দ্র চন্দ্র বিশ্বাস, তারিনীকান্ত বিশ্বাস, দেবেন্দ্র চন্দ্র নম দাস, খৈলাস চন্দ্র নম দাস, শত্রুগ্ন নম দাস, রামেন্দ্র চন্দ্র সরকার, অবনী মোহন সরকার, কামিনী কান্ত বিশ্বাস, রায় চরণ বিশ্বাসসহ ১৪ জন শহীদ হন।

চলতি বছর গণপূর্ত ও গৃহায়ন অধিদপ্তরের উদ্যোগে নির্মিত শালীহর বধ্যভূমিতে নির্মিত স্মৃতিসৌধের ফলকে গণহত্যায় শহীদ ১৪ জনসহ মোট ১৬ জনের নাম মুক্তিযোদ্ধা হিসেবে লেখা হয়। ফলকে নাম থাকা অপর দুজন হলেন শালীহর গ্রামের ছাবেদ আলী বেপারী ও মধু সূদন ধর। এরমধ্যে ১৯৭১ সালের ১৬ মে মধু সূদন ধর ও ২১ আগস্ট ছাবেদ আলীকে শালীহর গ্রাম থেকে ধরে নিয়ে যায় পাকবাহিনী।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম বাংলানিউজকে জানান, 'শালীহর বধ্যভূমিতে নির্মিত স্মৃতিসৌধের ফলকে গণহত্যায় শহীদ হওয়া ১৪ জনসহ মোট ১৬ জনের নামের আগে মুক্তিযোদ্ধা লেখায় বির্তক তৈরি হয়। ফলকটি পরিবর্তন করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ