ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামীর মৃত্যু, স্ত্রী আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামীর মৃত্যু, স্ত্রী আহত

মাগুরা: মাগুরার মহম্মদপুর উপজেলায় দক্ষিণ পাড়া (জোড়া ব্রিজ) এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়াসিন মোল্লা (২২) নামে এক যুবক মারা গেছেন। এসময় তার স্ত্রী সুমি গুরুতর আহত হয়েছেন।

আজ শুক্রবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় দীঘা ইউনিয়নের নিজের বাড়িতে এ ঘটনা ঘটে। দীঘা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খোকন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, সন্ধ্যায় বাড়িতে রান্না ঘরের ফ্যানে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তিনি মারা যান।

এদিকে স্বামীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন স্ত্রী সুমি।

মহম্মদপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আবু হাসান বলেন, নিহতের স্ত্রী এখন আশঙ্কামুক্ত।

ইয়াসিন মোল্লা রাজমিস্ত্রির সহযোগি হিসেবে কাজ করতেন। সে আড়াই বছর আগে উপজেলার ডুমুরশিয়া গ্রামের রোস্তম আলীর মেয়ে সুমিকে বিয়ে করেন।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা,সেপ্টেম্বর ১০, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।