ঢাকা: রাজধানীর মতিঝিলে ফুটপাত থেকে কালু ওরফে কালা পাগলা (৬৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়।
মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফরিদ আহমেদ জানান, খবর পেয়ে মতিঝিলের উত্তরা ব্যাংক হেড অফিসের সামনের ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির। ওই এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন। থাকতেন রাস্তাঘাটেই। অসুস্থতার কারণে ফুটপাতে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার নাম ছাড়া বিস্তারিত কোনো পরিচয় জানা যায়নি।
বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
এজেডএস/আরবি