অনেক কষ্টে ছেলেমেয়েকে বড় করেছেন। স্বামীর অভাবের সংসারের হাল ধরতে ঢাকায় এসে বাসাবাড়িতে কাজ করেছেন।
কিন্তু অসুস্থতা তার জীবন যেন থামিয়ে দিয়েছে। কৃষক বাবার সংসারে ছোটবেলা থেকে অভাবে বড় হওয়া মোসলেমা এখন মাঝবয়সী। হঠাৎ ধরা পড়া এক রোগে জীবন ওলটপাটল হয়ে গেছে তার।
চিকিৎসা করাতে গিয়ে সহায়সম্বল সব শেষ। তবুও বাঁচার আশার দেখাচ্ছেন চিকিৎসকরা। এ জন্য যে টাকা দরকার, তার যোগান দেওয়া সম্ভব নয় মোসলেমার পরিবারের। তাই স্বাভাবিক জীবনে ফিরতে হৃদয়বানদের কাছে সহায়তার আবেদন জানিয়েছে তার পরিবারের সদস্যরা।
রোগীর পরিবার জানায়, প্রায় দেড় মাস আগে অসুস্থ হন মোসলেমা। ভর্তি করা হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। পরীক্ষা করে চিকিৎসরা জানান, তার হার্টের একটি ভাল্ব অকেজো হয়ে গেছে। সেটি প্রতিস্থাপন করতে হবে। তারা ঢাকায় এনে চিকিৎসা করানোর পরামর্শ দেন।
চিকিৎসকের পরামর্শে মোসলেমাকে আগস্টের প্রথম দিকে ঢাকায় আনা হয়। ভর্তি করা হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে। পরীক্ষার-নিরীক্ষার পর চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন, এনজিওগ্রাম করার। একই সঙ্গে ভাল্ব প্রতিস্থাপন করতে হবে।
মেসলেমার ছেলে মঞ্জুরুল ইসলাম বলেন, ডাক্তাররা বলেছেন, এই চিকিৎসার জন্য সবমিলে প্রায় ২ লাখ টাকার প্রয়োজন। সহায়সম্বল সবকিছু বিক্রি করে এতদিন মায়ের চিকিৎসা করিয়েছেন। হয়েছে ঋণও। ডাক্তাররা বলেছেন, যতদ্রুত সম্ভব হার্টের ভাল্ব প্রতিস্থাপন করতে হবে। হৃদয়বানরা যদি সহায়তা করেন, তার মা আবার স্বাভাবিক জীবনে হয়তো ফিরতে পারবেন।
মোসলেমা বড় হয়েছেন রংপুরের মিঠাপুকুর উপজেলার ভাংনী ইউনিয়নে। শ্বশুরবাড়ি একই উপজেলায়। ছেলেমেয়ে ছোট থাকতেই ঢাকায় এসে বাসাবাড়িতে কাজ শুরু করেন তিনি।
মোসলেমার এখন চিকিৎসা চলছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে। ডা. রেজাউল করিমের তত্ত্বাবধানে রয়েছেন তিনি।
মোসলেমার কাছে সহায়াত পাঠানো ও যোগাযোগের ঠিকানা :
মোবাইল নম্বর: ০১৩১৩১৮১৮৭১ (বিকাশ)
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
জেএইচটি