সাতক্ষীরার আশাশুনিতে একটি কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার বুধহাটা ইউনিয়নে একটি পরিবারের কারণে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকার অসহায় মানুষ।
এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা গেছে, গ্রামীণ দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবার জন্য গত বছর ২৮ জুলাই ‘শেখ আব্দুস সোবাহান কমিউনিটি ক্লিনিক’ প্রতিষ্ঠার সরকারি অনুমোদন দেওয়া হয়। সাংবাদিক ও গবেষক ড. শেখ মেহেদী হাসানের উদ্যোগে এ ক্লিনিক প্রতিষ্ঠার কথা। ক্লিনিকটি নির্মাণ অনুমতির পর গত ১৬ আগস্ট সরকারি প্রকৌশলী, স্বাস্থ্য কর্মকর্তা ও ঠিকাদার, সার্ভেয়ার দান করা জমি চিহ্নিত করতে যান। তখন স্থানীয় কার্তিক মুখার্জির ছেলে সৃষ্টিধর মুখার্জি ওরফে সুমন মুখার্জি ও পয়াসর মুখার্জি তাতে বাধা দেন।
এ বিষয়ে জানতে চাইলে কার্তিক মুখার্জি বলেন, ওই জমি নিয়ে আদালতে মামলা বিচারাধীন।
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
নিউজ ডেস্ক