ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

আশাশুনিতে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠায় বাধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
আশাশুনিতে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠায় বাধা

সাতক্ষীরার আশাশুনিতে একটি কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার বুধহাটা ইউনিয়নে একটি পরিবারের কারণে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকার অসহায় মানুষ।

এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা গেছে, গ্রামীণ দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবার জন্য গত বছর ২৮ জুলাই ‘শেখ আব্দুস সোবাহান কমিউনিটি ক্লিনিক’ প্রতিষ্ঠার সরকারি অনুমোদন দেওয়া হয়। সাংবাদিক ও গবেষক ড. শেখ মেহেদী হাসানের উদ্যোগে এ ক্লিনিক প্রতিষ্ঠার কথা। ক্লিনিকটি নির্মাণ অনুমতির পর গত ১৬ আগস্ট সরকারি প্রকৌশলী, স্বাস্থ্য কর্মকর্তা ও ঠিকাদার, সার্ভেয়ার দান করা জমি চিহ্নিত করতে যান। তখন স্থানীয় কার্তিক মুখার্জির ছেলে সৃষ্টিধর মুখার্জি ওরফে সুমন মুখার্জি ও পয়াসর মুখার্জি তাতে বাধা দেন।

এ বিষয়ে জানতে চাইলে কার্তিক মুখার্জি বলেন, ওই জমি নিয়ে আদালতে মামলা বিচারাধীন।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।