ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

সেই নাটকের বিরুদ্ধে চাইল্ড ফাউন্ডেশনের মামলা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
সেই নাটকের বিরুদ্ধে চাইল্ড ফাউন্ডেশনের মামলা

বিশেষ চাহিদা নিয়ে সম্পন্ন শিশু ও ব্যক্তিদের একীভূত সমাজ গঠন ও তাদের ব্যাপারে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে বাংলাদেশের অন্যতম বেসরকারি, অরাজনৈতিক, অলাভজনক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান চাইল্ড ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। এই কোরবানির ঈদে প্রচারিত একটি নাটকের গল্পে চরম অসত্য, নেতিবাচক অপপ্রচার, কুসংস্কার এবং বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের পরিবারকে আঘাত করে যে গল্প সাধারণ মানুষের সামনে বিভিন্ন মাধ্যমে উপস্থাপন করা হয়েছে, তা অতি দুঃখজনক এবং আইনত দণ্ডনীয় হওয়া উচিৎ বলে আমরা মনে করি।

এ সকল পদক্ষেপকে সামনে রেখে গত ১/৯/২০২১ তারিখে চাইল্ড ফাউন্ডেশন এবং আফিয়া কবির আনিলা বাদী হয়ে ফাউন্ডেশনের নিযুক্ত আইনজীবীদের মাধ্যমে ঢাকা সিএমএম কোর্টে একটি মামলা দায়ের করেন। আনিলা সমাজসেবা অধিদপ্তর, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিবন্ধনকৃত একজন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি। তিনি বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থী এবং ডিজঅ্যাবিলিটি রাইটস অ্যাক্টিভিস্ট। উক্ত নাটকটির বিষয়ে অবগত হওয়ার পরে তিনি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন এবং সমাজের বিশেষ করে স্বল্পশিক্ষিত ও গ্রামীণ সমাজের প্রতিবন্ধী শিশুদের প্রতি উক্ত নাটকের বিরূপ প্রতিক্রিয়া নিয়ে সংশয় ও ভয়ে আছেন। এই নাটকটির পটভূমি এমনভাবে রচিত ও নির্মিত হয়েছে যাতে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে সমাজে কুসংস্কার ও ঘৃণার দৃশ্যপট আরও দৃঢ় করেছে। এমতবস্থায় নাটকের সম্পৃক্ত ব্যক্তিবর্গ তাদের এই নাটকের দ্বারা প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩ এর ৩৭(৪) এবং ৪০ ধারায় দণ্ডনীয় অপরাধ করেছে যা অত্র আদালতের স্থানীয় অধিক্ষেত্রের মধ্যে বিচারযোগ্য। এসকল বিষয়াদি সামনে রেখে আমরা চাইল্ড ফাউন্ডেশন এই মামলা দায়েরের সিদ্ধান্ত গ্রহণ করি।

চাইল্ড ফাউন্ডেশন এই নাটকের দৃশ্যায়নের ঘোর প্রতিবাদ জানায়। বাংলাদেশ সরকার এবং তার সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুল যেখানে প্রতিদিন নিরলস পরিশ্রম করে যাচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এবং এই মানুষদেরকে আমাদের সমাজ ব্যবস্থার অংশ করতে, সেখানে এই ধরনের ভুল কুসংস্কার পরিবেশনা খুবই কষ্টের ও নিন্দনীয়।

চাইল্ড ফাউন্ডেশন বিশ্বাস করে, সাধারণ মানুষও এই ভুল, কুসংস্কার এবং মিথ্যা গল্প সংবলিত নাটক দেখা থেকে বিরত থাকবে এবং এসব পরিবেশনাকে শক্ত হাতে প্রত্যাখ্যান করবে। সংবাদ বিজ্ঞপ্তি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।