রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দিতে বজ্রপাতে সৈয়দ শেখ (৪৫) আলী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বহরপুর ইউনিয়নের আড়কান্দি বাজারে এ ঘটনা ঘটে।
আলী উপজেলার জামালপুর ইউনিয়নের স্বর্পবেতেঙ্গা গ্রামের মৃত সকির উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী এস.কে রাসেল জানান, বিকেলে বৃষ্টির সময় আড়কান্দি বাজার থেকে পায়ে হেটে বাড়ি ফিরছিলেন আলী। এসময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান স্থানীয়রা।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা জানান, বজ্রপাতে কৃষকের মৃত্যুর খবরটি শুনেছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।
বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
এনএইচআর