ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ছাদ থেকে পড়ে রিকশাচালকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
রাজধানীতে ছাদ থেকে পড়ে রিকশাচালকের মৃত্যু

ঢাকা: রাজধানীর পূর্ব মানিকনগরে বাসার ছাদ থেকে নিচে পড়ে আনোয়ার হোসেন (৩২) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মানিকনগর প্রথম লেনের মোশারফ হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুন্সিগঞ্জের মেঘনা উপজেলার আব্দুল মান্নানের ছেলে আনোয়ার। এক ছেলে ও এক মেয়েসহ পরিবার নিয়ে মানিকনগরের ওই বাসার তৃতীয় তলায় ভাড়া থাকতেন। তিনি পেশায় রিকশাচালক ও তার স্ত্রী মঞ্জু গৃহপরিচারিকার কাজ করেন।

তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া বড় ভাই দেলোয়ার হোসেন জানান, আনোয়ার সন্ধ্যায় কাজে থেকে বাসায় ফিরে ছাদে যায়। কিছুক্ষণ পর শুনতে পাই সে ছাদ থেকে নিচে পড়ে গেছে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তিনি আরও জানান, আনোয়ার মাদকাসক্ত ছিল। তবে ছাদে সে কী করছিল বা কীভাবে নিচে পড়ে গেছে সে বিষয়ে কিছু জানি না।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।