ভোলা: ভোলার কুঞ্জপট্রি ও চন্দ্রপ্রসাদ গ্রামে আট জেলে পরিবারের কান্না যেন থামছেই না। বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলারডুবির পাঁচ দিনেও সন্ধান মেলেনি ওই আট জেলের।
ওই দুর্ঘটনায় ভাগ্যক্রমে বেঁচে ফিরেছেন তিন জেলে। বাকিদের উদ্ধারের দাবি নিখোঁজ পরিবারের।
নিখোঁজ জেলেরা হলেন, ভেলুমিয়া ইউনিয়নের চন্দ্র প্রসাদ গ্রামের নিরব ও তার ছেলে রুবেল, কুঞ্জপট্রি গ্রামের সিরাজ, ইউসুফ, শহীদ, রফিকুল, বজলুল ও দেলোয়ার।
উদ্ধার হওয়া জেলেরা হলেন, সিরাজ, জাহাঙ্গির ও মজিদ।
জানা গেছে, গত রোববার (৫ সেপ্টেম্বর) ভোরে ভোলা সদরের চন্দ্রপ্রসাদ গ্রামের নিরবের ট্রলার নিয়ে মাছ শিকারে যায় ১১ জেলে। বঙ্গোপসাগরের মহিপুর পয়েন্টে ঝড়ের কবলে পড়ে তাদের ট্রলারটি ডুবে যায়। এতে ট্রলারে থাকা ৩ জেলে উদ্ধার হলেও নিখোঁজ রয়েছে আট জেলে।
এ ব্যাপারে ভেলুমিয়া ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মো.মহসিন বাংলানিউজকে জানান, ভেলুমিয়ার কুঞ্জপট্রি ও চন্দ্রপ্রসাদ গ্রামে আট জেলে এখনও নিখোঁজ রয়েছে। পাঁচ দিনেও তাদের সন্ধান না মেলায় তাদের মৃত্যু হয়েছে বলে আশংকা করা হচ্ছে।
এদিকে নিখোঁজ নিরবের মা মানসুরা বিবি বাংলানিউজকে বলেন, এক বছর আগে ১৬ লাখ টাকা ঋণ নিয়ে একটি মাছ ধরার ট্রলার তৈরি করেন। বরিবার নিরব ও তার ছেলে রুবেলসহ এলাকার আরও নয় জনকে সঙ্গে নিয়ে সাগরে মাছ ধরতে যায়। কিন্তু বাড়ি থেকে যাওয়ার পাঁচ দিন পরে খবর পাই ঝড়ে ট্রলার ডুবে গেছে। এরপর থেকে ছেলে ও নাতির কোন খোঁজ পাচ্ছি না।
নিখোঁজ সিরাজ বেপারীর স্ত্রী জান্নাত বেগম বলেন, বাড়ি থেকে যাওয়ার পর রবিবার থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। কই আছে কিভাবে আছে আমরা কিছুই জানিনা।
এ বিষয়ে জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী জানান, বিষয়টি জানতে পেরে নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য কোস্ট গার্ডকে জানানো হয়েছে। তারা উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।
কোস্টগার্ড দক্ষিণ জোনের গোয়েন্দা বিভাগের একজন কর্মকর্তা জানান, নিখোঁজ জেলেদের উদ্ধারে হাতিয়া স্টেশন থেকে কোস্টগার্ডের একটি টিম কাজ করছে।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
এনএইচআর