ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

কুয়াকাটায় পর্যটকদের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কাঁকড়া-মাছের দাম

জহিরুল ইসলাম, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
কুয়াকাটায় পর্যটকদের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কাঁকড়া-মাছের দাম

পটুয়াখালী: দীর্ঘদিন পরে পর্যটনকেন্দ্র খুলে দেওয়ায় আজ ছুটির দিনে (শুক্রবার ১০ সেপ্টেম্বর) কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের ঢল নেমেছে। ক্ষতি কাটিয়ে উঠতে নানান ধরনের অফারের মাধ্যমে পর্যটকদের আকৃষ্ট করছেন হোটেল মোটেল, রেস্তোরাঁ ও দোকানিরা।

তবে কুয়াকাটায় আগত পর্যটকদের সন্ধ্যার পর খাবারের প্রধান আকর্ষণ হলো কাঁকড়া ও বিভিন্ন প্রজাতির ফ্রাই মাছ। আর এজন্যই পাল্লা দিয়ে দাম বাড়ছে এসব কাঁকড়া ও মাছের। একটি কাঁকড়া সাইজ অনুযায়ী ৮০ থেকে ২০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। যা আগে ছিলো ৪০-১২০ টাকা পর্যন্ত। এছাড়া ইলিশ, লাইটা, কোড়াল, টুনা ও অক্টোপাসের দামও প্রায় দ্বিগুণ বেড়েছে বলে জানান পর্যটকরা।

পর্যটক জুবায়ের বলেন, আগেরবার এসেছিলাম তখন এত লোকও ছিল না, খাবারের দামও তেমন একটা বেশি ছিল না। এবার দাম দ্বিগুণ। তাই চিন্তা করছি এবার আর এসব খাবো না।

পর্যটক রায়হান আহমেদ বলেন, পর্যটক বেশি বলে দাম বাড়বে, এটা কেমন কথা। বেশি মানুষ খেলে আরও কমার কথা। ব্যবসায়ীরা ইচ্ছে করে দাম বাড়িয়ে আমাদের ওপর জুলুম করছেন।

মাছ ও কাঁকড়া ফ্রাই ব্যবসায়ী বেল্লাল বলেন, দাম একটু বেশি, কারণ চাহিদা খুব বেশি। সে অনুযায়ী মাছ ও কাঁকড়া নেই। আমরাও বেশি দাম দিয়ে আড়ৎ থেকে কিনে আনি।

আরেক মাছ ব্যবসায়ী বলেন, দাম আগের মতই আছে, তবে ছোট বড় সাইজ অনুযায়ী দাম একটু ওঠা-নামা করছে। তবে পর্যটকরা দর কষাকষি করে কিনতে পারছেন বলেও জানান তিনি।

এদিকে পর্যটকদের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে কাজ করছেন স্থানীয় ট্যুরিস্ট পুলিশ। তারা মাইকিংসহ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সারাক্ষণ সক্রিয় আছেন।  

এদিকে রাত ১০টার পর সৈকত পাড়ে চলাচল ও বেচাবিক্রি বন্ধ করে দেওয়ায় পর্যটকরা ক্ষোভ প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।