ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

চিতলমারীতে ইয়াবাসহ বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
চিতলমারীতে ইয়াবাসহ বিক্রেতা আটক

বাগেরহাট: বাগেরহাটের চিতলমারীতে ২ হাজার ২৫ পিস ইয়াবাসহ মহসিন আলী (৪৯) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।  

শুক্রবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় র‌্যাব-৬ খুলনা ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) মো. বজলুর রশীদ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আটক মহসিন যশোর জেলার কোতয়ালী উপজেলার তেতুলীয়া গ্রামের আতর আলী ছেলে।

বিজ্ঞপ্তিতে থেকে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাতে চিতলমারী উপজেলার চিংগুড়ি গ্রাম থেকে মাদকবিক্রেতা মহসিনকে আটক করা হয়। সে সময় তার কাছ থেকে ২ হাজার ২৫ পিস ইয়াবা জব্দ করা হয়। মহসিনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক চিতলমারী থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।