ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

দীঘিনালায় বাবাকে কুপিয়ে হত্যা, চারঘণ্টা পর ছেলে আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২১
দীঘিনালায় বাবাকে কুপিয়ে হত্যা, চারঘণ্টা পর ছেলে আটক

খাগড়াছড়ি: খাগড়াছড়ির দীঘিনালায় কথাকাটাকাটির জের ধরে বাবা মিন্টু মিয়াকে (৫১) কুপিয়ে হত্যার চারঘণ্টা পর জনি মিয়া (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে দীঘিনালার মধ্যবেতছড়ি নামক এলাকা থেকে তাকে আটক করা হয়।

এর আগে দুপুর আনুমানিক ৩টার দিকে দীঘিনালার জামতলী বাঙ্গালী পাড়া এলাকায় বাবাকে কুপিয়ে হত্যা করে সে পালিয়ে যায়।

দীঘিনালা থানার উপপরিদর্শক (এসআই) শেখ মিল্টন খন্দকার জানান, জনি মধ্য বেতছড়িতে লুকিয়ে ছিল। রাতেই অন্য কোথায় পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। গোপন তথ্যের ভিত্তিতে সেখান থেকে তাকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ০২০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২১
এডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।