সাভার (ঢাকা): ঢাকার ধামরাইয়ে বাবা-মায়ের সঙ্গে বেড়াতে এসে বংশী নদীতে ডুবে রাফিউল ইসলাম রাফি (১৩) নামে কিশোর নিখোঁজ হয়েছে। তবে তাকে উদ্ধারে ডুবুরির অপেক্ষায় রয়েছে ধামরাই ফায়ার সার্ভিস।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২ টার দিকে বাংলানিউজকে নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: সোহেল রানা। এর আগে সন্ধ্যায় ধামরাই সদর ইউনিয়নের হাজিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ রাফি ধামরাই পৌরসভার বরাতনগর এলাকার মো. মনিরুজ্জামানের ছেলে। সে ধামরাই সরকারি হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
এলাকাবাসী সূত্র জানা গেছে, বিকেলের দিকে হাজিপুরে বাবা-মায়ের সঙ্গে বংশী নদী দেখতে যায় রাফি। পরে বাবা-মা নৌকায় ঘুরতে গেলে সে নদীর পাড়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলো। আড্ডার একপর্যায়ে সে পানিতে পড়ে যায়। এ সময় সঙ্গে থাকা তার চাচাতো ভাই তাকে উদ্ধার করতে পানিতে লাফিয়ে পড়লে সেও ভেসে যেতে থাকে। এসময় উপস্থিত লোকজন রাফির চাচাতো ভাইকে উদ্ধার করতে পারলে রাফি তলিয়ে যায়। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও এখনও উদ্ধার অভিযান শুরু হয়নি।
এ বিষয়ে ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সোহেল রানা বলেন, ঘটনাটি শুনেছি, তবে আমাদের এখানে কোনো ডুবুরি নেই। আমরা কন্ট্রোল রুমে ডুবুরি পাঠানোর জন্য বলেছি। প্রয়োজনে ঢাকা থেকে ডুবুরি ইউনিট আসবে। এ ক্ষেত্রে আমাদের প্রশিক্ষণ নেই। হেড কোয়ার্টারে ঘটনা জানিয়েছি। ওনারা জানিয়েছেন, তাদের ডুবুরি ইউনিট অন্য জায়গায় কাজ করেছে।
বাংলাদেশ সময়: ০২২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২১
ওএইচ/