ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় একজন নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২১
বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় একজন নিহত

ঢাকা: রাজধানীর উত্তর বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় ফয়সাল (২৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শ্রী হরিচরণ (৪৬) নামে আরেক ব্যক্তি।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) দিনগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

গুরুতর আহত অবস্থায় তাদের দু’জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ৩টার দিকে ফয়সালকে মৃত ঘোষণা করেন।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাকড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ফয়সাল। একটি প্যাকেজিং কারখানায় চাকরি করতেন তিনি।

শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, রাতে বাড্ডা জেনারেল হাসপাতালের সামনে রাস্তা পারাপারের সময় একটি কাভার্ডভ্যান পথচারী ওই দুইজনকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় তারা। এরপর খবর পেয়ে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে ঢাকা মেডিক্যালে নিয়ে যাওয়া হয়।

তিনি জানান, নিহত ফয়সাল একটি প্যাকেজিং কারখানায় চাকরি করতেন। তবে ঢাকার কোন জায়গায় থাকতেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। আর আহত হরিচরণ একজন দৃষ্টি প্রতিবন্ধী। তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। দুর্ঘটনার পরপরই ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে। মরদেহটি মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৭২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২১
এজেডএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।