ঢাকা: রাজধানীর শহীদ মিনারের পাশে ময়লার স্তুপ থেকে একদিন বয়সের এক ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) দিনগত রাতে মরদেহটি উদ্ধার করা হয়।
শনিবার (১১ সেপ্টেম্বর) শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে খবর পেয়ে শহীদ মিনারের উত্তর পাশ থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়। ছেলে নবজাতকের বয়স আনুমানিক একদিন হবে। সাদা ব্যাগের ভেতর ছিল নবজাতকটি।
এসআই জানান, ধারণা করা হচ্ছে কে বা কাহারা মৃত অবস্থায় নবজাতকটিকে ফেলে রেখে গেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ০৯১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২১
এজেডএস/এমআরএ