কুমিল্লা: কুমিল্লার বুড়িচং উপজেলায় ময়নামতি এলাকায় ট্রাকচাপায় রিকশাচালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকচালকসহ তিন জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১১ সেপেটম্বর) সকাল ৬টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রিকশাচালক বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কালাকচুয়া এলাকার ইসমাঈল হোসেন সাগর (৩০), যাত্রী সিলেট মৌলভীবাজার জুড়ী এলাকার আব্দুস সালামের ছেলে আব্দুল আহাদ (২৯) এবং আরেক যাত্রী একই এলাকার রজব আলীর ছেলে মো. ইউসুফ (২২)।
আটকরা হলেন- ঘাতক ট্রাকচালক বগুড়া জেলার চারমাথা এলাকার শাহেদ আলীর ছেলে মো. মিন্টু ও তার সহযোগী (হেলপার) একই এলাকার বিল্লাল হোসেন ও মিজানুর রহমান।
বিষয়টি নিশ্চিত করে ময়নামতি হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুর রহমান বাংলানিউজকে জানান, ময়নামতি ইউনিয়ন পরিষদ (ইউপি) সংলগ্ন এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে রিকশার ভাড়া পরিশোধ করছিলেন দুই যাত্রী। এ সময় সিলেট থেকে কক্সবাজারগামী পাথর বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রিকশাটিকে চাপা দিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে রিকশাচালক ও ভাড়া পরিশোধকালীন দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে ট্রাকচালকসহ ওই তিন জনকে।
নিহতদের পরিবারের সঙ্গে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এসআই আবদুর রহমান।
বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২১
এসআরএস