ফরিদপুর: ফরিদপুরের সালথায় ৩'শ পিস ইয়াবাসহ বিপ্লব মোল্লা (৪৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮)।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাতে উপজেলার বল্লভদী এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিপ্লব ওই গ্রামের রুস্তম মোল্লার ছেলে।
মাদারীপুর র্যাব-৮ এর কোম্পানী অধিনায়ক মোহাম্মদ সাদেকুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন জানান, আটকের সময় বিপ্লবের কাছ থেকে ৩০৫ পিস ইয়াবা, মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি মোবাইল এবং ২টি সিম কার্ড উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আসামিকে উদ্ধারকৃত ইয়াবা ও অন্যান্য আলামতসহ ফরিদপুরের সালথা থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে সালথা থানায় মাদক মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২১
জেডএ