ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

সৈয়দপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান বখতিয়ার আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২১
সৈয়দপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান বখতিয়ার আর নেই বখতিয়ার কবীর

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান বখতিয়ার কবীর (৮২) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।  

শুক্রবার (১০ সেপ্টেম্বর) দিনগত রাত ১টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে, আত্বীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বখতিয়ার কবীর ছিলেন পূর্ব পাকিস্তানের ’৭০ এর নির্বাচিত সংসদ সদস্য শহীদ ডা. জিকরুল হকের প্রথম ছেলে। তিনি ছিলেন বীর মুক্তিযোদ্ধা এবং স্বাধীন বাংলাদেশের সৈয়দপুর পৌরসভার পর পর দুইবার নির্বাচিত প্রথম চেয়ারম্যান। সৈয়দপুর শহরে নির্মাণশৈলী অনেক স্থাপনা করছেন। যেমন সৈয়দপুর স্টেডিয়াম, টাউন হল, শহীদ ডা. জিকরুল হক পৌর পাঠাগার, কিলখানা, ট্রাক টার্মিনালসহ আরও অনেক কিছু। শিল্পসাহিত্য সংসদসহ আরও অনেক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন তিনি। সৈয়দপুরবাসী আজীবন তার প্রতি চির কৃতজ্ঞ হয়ে থাকবে।

শনিবার (১১ সেপ্টেম্বর) বাদ জোহর তার জানাজা শেষে হাতিখানা কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র জানা গেছে। এর আগে প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।