ফেনী: ফেনীতে বালু বোঝাই পিকআপ ভ্যান চাপায় শাহ জালাল (৫০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শহরের মিজান রোডের মাথায় এ দুর্ঘটনা ঘটে৷
জালাল শহরের আবু বক্কর সড়কের হাজী দিন মোহাম্মদের ছেলে৷ তার গ্রামের বাড়ি ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের সাতসতি গ্রামে।
জানা গেছে, ঘটনাস্থলে বালু বোঝাই একটি পিকআপ ভ্যান রাস্তার পাশে দাঁড়ানোর জন্য পেছনের দিকে যাচ্ছিলো। এ সময় জালালের মোটরসাইকেলটি ট্রাকের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়৷ পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ফেনী মডেল থানার উপ-পরিদর্শক রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ পিকআপ ভ্যানটি আটক করেছে। তবে পালিয়ে যাওয়ায় চালককে আটক করা যায়নি৷ তাকে আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২১
এসএইচডি/জেডএ