ঢাকা: খদ্দর বাজার হকার্স সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ করেছেন কমিটির পরিচালক গুলজার হোসেন খাঁন।
শনিবার (১১ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, খদ্দর বাজার হকার্স সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটি মৃত সদস্যদের নিয়ে ভোটার তালিকা বানানো, খসড়া ভোটার তালিকা না করেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, সাধারণ সদস্য বা জনসাধারণে প্রকাশ না করেই তথাকথিত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, নিয়মতান্ত্রিকভাবে সাধারণ সভা না করেই গোপনে বিশেষ সাধারণ সভা এবং নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। সদস্যদের অবহিত না করে গোপনে নির্বাচনী তফসিল ঘোষণা, বহুতল ভবনের আন্ডার গ্রাউন্ডের দু’টি কার পার্কিং যথাযথ ব্যবহার না করে বিভিন্ন মালামালের গোডাউন হিসাবে দীর্ঘদিন ব্যবহার করেছেন।
তিনি বলেন, ডেভলপার কোম্পানি ভবনের জায়গা বন্দক রেখে কোটি কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করে দীর্ঘদিন ধরে নিরুদ্দেশ রয়েছে। অথচ ব্যবস্থাপনা কমিটি ডেভেলপার কমিটির বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। গুটিকয়েক সদস্য নিজেদের ব্যক্তিগত স্বার্থে অধিকাংশ সদস্যদের স্বার্থ বিসর্জন দিয়ে যোগসাজসের মাধ্যমে মার্কেটটিকে ধ্বংসের পাঁয়তারা করছে।
বিক্ষুব্ধ সদস্যদের পক্ষে সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন কমিটির সদস্য অ্যাডভোকেট জমির হোসেন গাজী।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২১
ডিএন/এমআরএ