ময়মনসিংহ: ময়মনসিংহে তানিয়া আক্তার (৯) নামে এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় গৃহকর্ত্রী আসমা আক্তার এবং তার পরিবারের ৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাতে তানিয়ার বাবা নাজিম উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় অভিযুক্ত গৃহকর্ত্রী আসমা, তার ছোট বোন লিটু ও ভাই সোহাগকে আসামি করে মামলাটি দায়ের করা হয়।
নির্যাতনে শিকার শিশুটি বর্তমানে ফুলবাড়ীয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তার গ্রামের বাড়ি ওই উপজেলার কুশমাইল এলাকায়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ মামলা দায়েরের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।
ওসি কামাল জানান, আসমা ময়মনসিংহ মেডিক্যালের পরমাণু চিকিৎসা কেন্দ্রের চতুর্থ শ্রেণির কর্মচারী। তিন মাস আগে তানিয়াকে কাজের জন্য মহানগরীর চরপাড়ার ভাড়া বাসায় নিয়ে আসেন তিনি। কাজে আনার পর থেকেই তাকে নানা কারণে নির্যাতন শুরু করেন আসমা ও তার পরিবারের সদস্যরা। একপর্যায়ে তার গোপনাঙ্গে ব্লেড দিয়ে আঘাত করে তারা। পরে ৯ সেপ্টেম্বর তানিয়া অজ্ঞান হয়ে পড়লে তাকে গ্রামের বাড়ির পাশে ফেলে রেখে আসে ওই পরিবারের সদস্যরা। পরে স্থানীয়রা খবর পেয়ে তাকে উদ্ধার করে ফুলবাড়ীয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এদিকে এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে অভিযুক্ত আসমা ও তার পরিবারের লোকজন বাসায় তালা দিয়ে পালিয়ে যায়। তাদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।
তানিয়ার বাবা নাজিম উদ্দিন বাংলানিউজকে বলেন, অভাবের তাড়নায় ছোট্ট মেয়েকে কাজে দিয়েছিলাম। তারা এভাবে আমার মেয়েকে নির্যাতন করবে সেটা বুঝতে পারিনি। আমি মেয়ের নির্যাতনের বিচার চাই।
জেলা মানবাধিকার কমিশনের সভাপতি অ্যাডভোকেট খালেকুজ্জামান বাংলানিউজকে বলেন, শিশুদের দিয়ে কাজ করানো মানবাধিকার লঙ্ঘন। তার ওপর পাশবিক নির্যাতন, এটা মেনে নেওয়া যায় না। এ ঘটনায় তিনি ওই নির্যাতনকারীদের বিচার দাবি করেছেন।
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২১
এনএইচআর/আরএ