সাতক্ষীরা: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ-সমাবেশ থামাতে পুলিশ ফাঁকা গুলি ছুড়েছে। এতে শ্রমিকরা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে।
শনিবার (১১ সেপ্টেম্বর) ভোমরা স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের (১১৫৯) শ্রমিকরা ভোটের মাধ্যমে কমিটি গঠনের দাবিতে বিক্ষোভ করেন। দাবি আদায়ে তারা বন্দরে আমদানিকৃত ভারতীয় পণ্য খালাস করা বন্ধ করে দেন।
বর্তমান কমিটির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম জানান, বিষয়টি নিষ্পত্তির জন্য সিঅ্যান্ডএফ ভবনে তাদেরকে ডাকা হয়। সেখানে নির্বাচন ছাড়াই দুটি মনগড়া কমিটির কাগজপত্রে তাদের জোর করে স্বাক্ষর করিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। ওই দুই কমিটির একটির সভাপতি সম্পাদক আনারুল ইসলাম ও হাফিজুর রহমান। অন্যটির মো. রেজাউল ইসলাম ও হারুনার রশিদ।
এদিকে ভয়ভীতি দেখিয়ে জোর করে স্বাক্ষর নেওয়ার চেষ্টায় শ্রমিকরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ সময় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে পুলিশ তাদের তাড়া করে ১ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। তখন আতংকিত শ্রমিকরা নিজেদের অফিসের মধ্যে ঢুকে যান। এ নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে।
গুলির বিষয়ে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন বলেন, ফাঁকা গুলি ছোড়ার কোনো ঘটনা ঘটেনি। শ্রমিকরা বিক্ষোভের সময় বিশৃঙ্খলা সৃষ্টি করে। পরে বিষয়টি নিয়ে আলোচনা বসা হয়।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২১
এমএমজেড