বান্দরবান: বান্দরবানে পানির স্রোতে ভেসে ফজলে এলাহী ফয়সাল (২৬) নামে এক পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বান্দরবানের থানচি উপজেলার দুর্গম বড় পাথর এলাকায় এ ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, ঢাকা থেকে বেড়াতে আসা ১২ জনের পর্যটকের একটি দল শনিবার সকালে থানচি থেকে নৌকা পথে রেমাক্রী-তিন্দুর উদ্দেশে রওনা দেয়। যাওয়ার পথে দুপুরে টিমের ৪ সদস্য বড় পাথর এলাকায় পানিতে নামলে ফজলে এলাহী ফয়সাল নামে এক পর্যটক প্রবল পানির স্রোতে ভেসে যায়।
এদিকে ঘটনার পর সহকর্মীরা অনেক খোঁজাখুজির পরও তাকে না
পেয়ে নিকটস্থ বিজিবি ক্যাম্পে খবর দেয়, খবর পেয়ে বিজিবির সদস্যরা উদ্ধার অভিযানে নামে। এখনো পর্যন্ত নিখোঁজ পর্যটকের খোঁজ পাওয়া যায়নি।
বান্দরবানের থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) সুদীপ রায় বলেন, একজন পর্যটক নিখোঁজ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠিয়েছি। পাশাপাশি স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান চলছে।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গণি ওসমানি জানান, বিজিবির মাধ্যমে পর্যটক নিখোঁজ হওয়ার খবর পেয়েছি। এলাকাটি খুবই দুর্গম এবং মোবাইল নেটওয়ার্ক নেই। যোগাযোগ ব্যবস্থাও খুবই কঠিন, পুলিশের একটি টিম থানচি সদর থেকে ঘটনাস্থলে রওনা দিয়েছে।
বাংরাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২১
আরএ