ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আদিতমারীতে ৭১ কেজি গাঁজা জব্দ, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২১
আদিতমারীতে ৭১ কেজি গাঁজা জব্দ, আটক ১

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ৭১ কেজি ৮০০ গ্রাম গাঁজা ও একটি ট্রাকসহ ফারুক আহমেদ (২৬) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩)।

শনিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে র‍্যাব ১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এর আগে সকালে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের উপজেলার সারপুকুর ইউনিয়নের পাঠানটারী গ্রাম থেকে তাকে আটক করা হয়।

ফারুক সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার হাতিকুমরুল এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে।

রংপুর র‍্যাব ১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী উপজেলার পাঠানটারী এলাকায় বুড়িমারী লালমনিরহাট মহাসড়কে অভিযান চালিয়ে একটি ট্রাক জব্দ করে র‍্যাব-১৩ এর একটি দল। পরে ট্রাকটি তল্লাশী চালিয়ে ৭১ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ বিক্রেতা ফারুক আটক করা হয়।

এ ঘটনায়  মাদক নিয়ন্ত্রণ আইনে আটক ফারুকের বিরুদ্ধে আদিতমারী থানায় একটি মামলা দায়ের করে তাকে থানায় সোপর্দ করা হয়েছে। মাদক বিরোধী র‍্যাবের চলমান অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা: সেপ্টেম্বর ১১, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।