ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

ঝাড়-ফুঁকে বাধা দেওয়ায় চিকিৎসকসহ ৪ জন আহত, আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২১
ঝাড়-ফুঁকে বাধা দেওয়ায় চিকিৎসকসহ  ৪ জন আহত, আটক ৩

ফেনী: দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতি রোগীর স্বজনদের হামলায় এক চিকিৎসকসহ ৪ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ওই প্রসূতির স্বামী ও দুই ভাইকে আটক করেছে।

শনিবার (১০সেপ্টেম্বর) দুপুরে ওই নারী ডেলিভারির ১ ঘণ্টা পরে ওয়াশরুমে গেলে মাথা ঘুরে পড়ে যান। এ সময় স্বজনরা তাকে ( প্রসূতিকে) জিন-ভুতে ধরেছে বলে ঝাড়-ফুঁকের জন্য হাসপাতাল থেকে নিয়ে যেতে চাইলে কর্তব্যরত চিকিৎসক তাদের বাধা দেন।

এ নিয়ে বাক-বিতণ্ডা সৃষ্টি হয় এবং চিকিৎসক ও হাসপাতালের কর্মচারীদের ওপর হামলা চালায় রোগীর স্বজনরা। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

বিষয়টি  নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রোবাইয়েত বিন করিম।

তিনি জানান, এ ঘটনায় পুলিশ মাওলানা বেলাল, ইকবাল ও রাজু নামে তিন জনকে আটক করে থানায় নিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২১
এসএইচডি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।