ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

শিক্ষার যুগোপযোগী পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২১
শিক্ষার যুগোপযোগী পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার

নরসিংদী: শিল্পমন্ত্রী অ্যাড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার শিক্ষা ক্ষেত্রের যুগোপযোগী উন্নয়ন সাধনে কাজ করছে। শিক্ষার পরিবেশ সুন্দর রাখার জন্য প্রতিটি শিক্ষা অঙ্গনে দৃষ্টিনন্দন অবকাঠামো নির্মাণ করছে সরকার।

শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে মনোহরদী উপজেলা পরিষদের হলরুমে উপজেলার ২৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মনোহরদী শিক্ষাবান্ধব উপজেলা। এ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী সন্তানরা সরকারের বিভিন্ন উচ্চ পদে কর্মরত রয়েছে। যারা দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। এটা আমাদের উপজেলার জন্য খুবই গর্বের বিষয়। এ ধারাবাহিতকায় শিক্ষার পরিবেশ সুনিশ্চিত করতে আমরা নান্দনিক ডিজাইনের অবকাঠামো নির্মাণ করে দিচ্ছি।

বর্তমান সরকার শিক্ষাকে বেশি আগ্রাধিকার দিচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, যুগের সাথে তাল মিলিয়ে বর্তমানে শিক্ষাকে ডিজিটাল করা হয়েছে। এখন শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে পাঠদান করতে পারছে। সরকার স্বাস্থ্য বিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়েছে।

মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রিয়াশিষ রায়, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (মনোহরদী- শিবপুর সার্কেল) মেসবাহ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান এম এস ইকবাল আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান আফরুজা সুলতানা রুবী, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রহমান, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবদুছ সাকের, উপজেলা শিক্ষা কর্মকর্তা সোহরাব ভূইয়াসহ প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

পরে শিল্পমন্ত্রী উপজেলা হলরুমে জলবায়ু ফান্ড ট্রাষ্টের আওতায় বন অধিদপ্তরের বাস্তবায়নে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় মনোহরদী উপজেলায় চারার বিতরণ কর্মসূচী উদ্বোধন করেন।

এরপরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের নবনির্মিত কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন শিল্পমন্ত্রী।

এসময় নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান ও স্থানীয় সরকারের উ-পরিচালক (উপ-সচিব) ভূঁঞা মোহাম্মদ রেজাউর রহমান ছিদ্দিকি উপস্থিত ছিলেন। পরবর্তীতে শিল্পমন্ত্রী ও জেলা প্রশাসক খিদিরপুর ইউনিয়নের ডোমনমারা আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী এবং খেলাধূলার উপকরণ বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।