সিলেট: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে সদ্য বিজয়ী হাবিবুর রহমান হাবিব।
শনিবার (১১ সেপ্টেম্বর) গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তার কাছে দোয়া চান হাবিবুর রহমান হাবিব।
পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাবিব লেখেন- ‘সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 'নৌকা প্রতীক' আমানত হিসেবে দিয়ে আমার ওপর আস্তা ও বিশ্বাস রেখেছিলেন। নেতাকর্মী এবং নির্বাচনী এলাকার জনগণ নেত্রীর সেই পবিত্র আমানত রক্ষা করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। ’
এ জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর আরেক কন্যা শেখ রেহানার প্রতি কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, বিজয়ী হওয়ার পরপরই নেত্রীকে বলেছিলাম, ‘আপা আমি আপনার পা ছুঁয়ে সালাম না করে শপথ নেবো না’। করোনাকালীন এ কঠিন সময়ে অনেক প্রতিবন্ধকতা থাকলেও প্রিয় নেত্রী আমাকে সম্মতি ও সময় দিয়েছেন। আমি মন উজাড় করে সিলেট-৩ আসন দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের মানুষের কথা বলেছি। আমার এ বিজয়ে প্রধানমন্ত্রী অত্যন্ত আনন্দিত।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২১
এনইউ/এমএমজেড