কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের নিকলী উপজেলার হাওরে সৈয়দ জাহেরুর রহমান সাগর (৪৫) নামে এক পর্যটক নিখোঁজ রয়েছেন।
শনিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত তাকে উদ্ধার করা যায়নি।
শনিবার সন্ধ্যায় নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুল আলম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার (১০ সেপ্টেম্বর) ঢাকা থেকে সাগরসহ ৫০/৫১ জনের একটি পর্যটক দল হাওর দেখতে আসেন। ওই দিন সন্ধ্যার দিকে রোদার পোড্ডা এলাকায় গাড়িতে ওঠার সময় তার নিখোঁজ হওয়ার বিষয়টি প্রকাশ পায়।
ধারণা করা হচ্ছে, হাওরের ভাতশালা থেকে ছাতিরচর এলাকা হয়ে আসার পথে ট্রলার থেকে পড়ে গিয়ে নিখোঁজ হন সাগর। রাতে তাকে উদ্ধার করতে অভিযান চালানো হয়। তবে মধ্যরাতে ঝড়-বৃষ্টি হওয়ায় উদ্ধার তৎপরতা বন্ধ থাকে।
শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সম্ভাব্য ঘটনাস্থল ও ঘোরাউত্রা নদীতে তল্লাশি চালিয়েও তার সন্ধান মেলেনি।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, সেপ্টম্বর ১১, ২০২১
আরএ