ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

মোবাইল চালাতে নিষেধ করায় সন্তানের আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২১
মোবাইল চালাতে নিষেধ করায় সন্তানের আত্মহত্যা ...

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছেলেকে অতিরিক্ত মোবাইল ব্যবহার করতে নিষেধ করায় বাবার সঙ্গে অভিমান করে জিহাদ (১৪) নামের এক ছেলে আত্মহত্যা করেছে।

শনিবার (১১ আগস্ট) বিকেলে উপজেলার খাগকান্দা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

খাগকান্দা দক্ষিণ নয়াপাড়ার জামালের ছেলে জিহাদকে মাত্রাতিরিক্ত মোবাইল ব্যবহার করতে নিষেধ করেন। এতে করে সে বাবার সঙ্গে অভিমান করে বাড়ির পাশে বড় বোনের ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) সজিব জানান, সবজি দোকানে কাজ করা জিহাদ মোবাইলে আসক্ত হয়ে পড়ে। তার বাবা ছেলেকে শাসন করে মোবাইল ফোন ব্যবহার করতে না করেন। তখন বাবার ব্যবহারে ক্ষুব্ধ হয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করা হয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা জানান, মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।