ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

দক্ষিণ আফ্রিকায় কুমিল্লার যুবককে খুন করে দোকান লুট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২১
দক্ষিণ আফ্রিকায় কুমিল্লার যুবককে খুন করে দোকান লুট

কুমিল্লা: দক্ষিণ আফ্রিকায় শ্বাসরোধে নুরে আলম ভুট্টু নামে কুমিল্লার দাউদকান্দির এক প্রবাসী যুবককে হত্যা করে তার দোকান থেকে মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।  

দেশটির ইস্টার্ন কেপ প্রদেশের মাটাটিয়াল এলাকায় স্থানীয় কয়েকজন কৃষ্ণাঙ্গ ভুট্টুকে শ্বাসরোধে হত্যার পর তার দোকানের মালামাল এবং নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়।

 

গত শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় এ হত্যার ঘটনা ঘটে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইস্টার্ন কেপ প্রদেশের মাটাটিয়াল এলাকায় স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় দু’জনকে আটক করে দেশটির পুলিশ।

নুরে আলম ভুট্টু কুমিল্লার দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের পালপাড়া গ্রামের বাসিন্দা।
 
হত্যার বিষয়টি নিশ্চিত করে মারুকা ইউনিয়নের চেয়ারম্যান মো. খলিলুর রহমান তালুকদার বলেন, দক্ষিণ আফ্রিকায় শ্বাসরোধে পালপাড়া গ্রামের নুরে আলম ভুট্টু নামে এক প্রবাসীকে হত্যার ঘটনা শুনেছি। তবে সঠিক কি কারণে এ ঘটনাটি ঘটেছে বিস্তারিত জানা সম্ভব হয়নি। এ ঘটনায় নুরে আলম ভুট্টুর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।