হবিগঞ্জ: অকার্যকর ও অপ্রয়োজনীয় সমবায় সমিতিগুলোর নিবন্ধন বাতিলের নির্দেশনা দিয়েছেন সমবায় অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. হারুন-অর-রশিদ বিশ্বাস।
শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে হবিগঞ্জ জেলা ও জেলার ৮টি উপজেলা সমবায় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ নির্দেশনা দিয়েছেন।
ড. মো. হারুন অর রশিদ বিশ্বাস বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিন্তা-চেতনাকে সামনে রেখে সমবায়ের জন্য কাজ করা জরুরী। সমিতিগুলোকে সফল ও টেকসই করার স্বার্থে অবশ্যই অকার্যকর সমিতিগুলোর নিবন্ধন বাতিল করুন।
সকাল ১১টায় হবিগঞ্জ জেলা সমবায় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা সমবায় কর্মকর্তা তানিয়া সুলতানা এতে সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগীয় সমবায় অধিদপ্তরের যুগ্ম নিবন্ধক মৃণাল কান্তি বিশ্বাস, উপ নিবন্ধক ও মহাপরিচালকের একান্ত সচিব কাজী রাশেদুজ্জামান, হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক মণ্ডল, লাখাই উপজেলা সমবায় কর্মকর্তা ইসমাইল তালুকদার রাহী প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২১
এনএইচআর